Welcome to GWLC :
Study, Work & Settle in Japan, China & Korea. Admission is going on Chinese, Japanese, Korean, French, German, Spoken English/IELTS & Bengali Language. So, you are invited to our Language Center to visit.
Call : +8801841929069
24/7 Customer Support

China

চায়না স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা: চীনে পড়াশোনার সকল তথ্য। 

চায়নায় উচ্চশিক্ষা ও চায়না স্কলারশিপ এর পরিপূর্ণ সঠিক গাইডলাইন জানার আগে জানা চায়না দেশ হিসেবে কত উন্নত। শুধু তাই নয়;
পড়াশোনার জন্য চীন এশিয়ার সবচেয়ে জনপ্রিয় একটি দেশ এবং আন্তর্জাতিক ছাত্র ছাত্রীদের জন্য বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সংখ্যক শীর্ষ বিশ্ববিদ্যালয় রয়েছে।
চায়নায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের অর্ধেকেরও বেশি এশিয়া থেকে আসে। অর্থনৈতিক যে বিষয়গুলি আন্তর্জাতিক শিক্ষারথীদের চীনের প্রতি আকর্ষণ করে
তার মধ্যে অন্যতম হল জীবনযাত্রার কম খরচ এবং বৃত্তির প্রাপ্যতা অনেক বেশি। সেই সাথে সরকারী এবং ভাল মানের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে।
চীনা সরকার অন্যান্য দেশ থেকে আগত ছাত্র ছাত্রীদের জন্য সম্মানজনক বৃত্তি প্রদান করে থাকে।
প্রতি বছর আন্তর্জাতিক ছাত্র ছাত্র ছাত্রীদের বৃত্তির জন্য ৩০ কোটি ডলার এর সমতুল্য অর্থ প্রদান করা হয়।
চায়নায় স্টুডেন্ট ভিসা প্রদানের হারও বেশী, ফলে শিক্ষার্থীদের অযথা হয়রানির শিকার হতে হয়না।
চায়নায় ফুল কিংবা আংশিক স্কলারশিপ পাওয়া যায়। অথবা চাইলে নিজ খরচে পড়াশোনা করার সুযোগ আছে।
সেক্ষেত্রেও খরচ কম। নিচে ফুল স্কলারশিপ ও আংশিক স্কলারশিপসহ চায়নায় পড়াশোনার সকল বিষয় তুলে ধরা হল।

বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপসমূহ
চায়নায় পড়াশোনার জন্য বর্তমানে অনেক গুলো স্কলারশিপ পাওয়া যায়। তবে এসকর স্কলারশিপের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে।
নিচে স্কলারশিপ গুলোর একটি তালিকা দেওয়া হল-

চায়নিজ স্কলারশিপ কাউন্সিল (সিএসসি) আর্থিক দিক দিয়ে ইয়েস চায়না স্কলারশিপ বেশ ভালো।
কাস টাওয়াস স্কলারশিপ (কাস টাওয়াস স্কলারশিপ শুধু পিএইচডি স্কলারশিপ দেয়। বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্যই মূলত এই স্কলারশিপ।
কাস টাওয়াস স্কলারশিপ পেতে আগে থেকে শিক্ষকের সম্মতির প্রয়োজন পড়ে।এবং ন্যূনতম যোগ্যতা মাস্টার্স পাস এবং বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর লাগে।
জাতীয় বা আন্তর্জাতিক জার্নালে প্রবন্ধ থাকলে এই স্কলারশিপ পাওয়া সহজ হয়।)
ইয়েস চায়না স্কলারশিপ
রোড অ্যান্ড বেল্ট স্কলারশিপ
মফকম স্কলারশিপ (মফকম স্কলারশিপ দেওয়া হয় অর্থ মন্ত্রণালয় এবং দূতাবাসের মাধ্যমে)
কনফুসিয়াস স্কলারশিপ
চায়নিজ লোকাল গর্ভনমেন্ট স্কলারশিপ
ফরেন গর্ভনমেন্ট স্কলারশিপ
এন্টারপ্রাইজ স্কলারশিপ
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ

চায়না স্কলারশিপ এর সুবিধাসমূহ:
সকল প্রোগ্রামের ক্ষেতে প্রযোজ্য হতে পারে,
টিউশন ফি ফ্রি।
হোস্টেল ফি ফ্রি।
প্রতি মাসে আমাদের দেশিও টাকায় ৫,০০০-৪৫,০০০/= মাসিক বৃত্তি।

আংশিক স্কলারশিপ এর সুবিধাসমূহ:
টিউশন ফি হাফ ।
হোস্টেল ফি হাফ ।
মাসিক বৃত্তি নির্ভর করবে স্টুডেন্ট এর রেজাল্টের উপর।

প্রোগ্রাম সুমহ ও সময়
পিএইচডি প্রোগ্রাম ১-৩ বছর।
মাস্টার্স প্রোগ্রাম ১-৩ বছর।
এমবিবিএস ৫ বছর।
ব্যাচেলর প্রোগ্রাম ৩-৪ বছর।
ডিপ্লোমা প্রোগ্রাম ৩-৪ বছর।
ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ১-২ বছর।


🏠 আমাদের সাথে যোগাযোগঃ 
গ্রেট ওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টার
 বিল্ডিং-এর নামঃ "ভালোবাসা" গ্রেট ওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টার, ৬১(৪র্থ), গাউসুল আজম এভিনিউ, সেক্টর #১8, উত্তরা, ঢাকা-১২৩০। (১৪নং সেক্টর মিনা বাজার থেকে ২টি বিল্ডিং পূর্বদিকে) 
মোবা: 01841929069, 01911929069 
greatwallbdlc@gmail.com, mahfuz.spnn@yahoo.com 
WhatsApp, imo, WeChat No - 01859585772

© 2022 All rights reserved by Great Wall Language Center. Developed by Uttara Info Tech

+8801841929069